বিপিন পালঃ
বীরভূম জেলার কাঁকড়তলা থানার শিরা গ্রামে মহাসমারোহে প্রতিষ্ঠা করা হলো ধর্মরাজ মন্দির, মহাপ্রভূর মন্দির ও দুর্গা মন্দির।সকালে ১০৮ জন কুমারী মেয়েরা অজয় নদী থেকে ১০৮ কলস ভর্তি জল নিয়ে আসে এবং সেই জলে তিনটি বারি বসানো হয়।পূজার্চনা, যজ্ঞ, হোম বারি আনয়ন, ভাগবত পাঠ, লীলাকীর্তন গানের মাধ্যমে এবং আসানশোল ইস্কন শাখা ও শিরা গ্রামবাসীরা যৌথভাবে শোভাযাত্রা সহকারে খোল করতাল, শঙ্খ ঘণ্টা, কাঁসর সহ উচ্চৈস্বরে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে গ্রাম পরিক্রমা করে।কমিটির তরফে জানানো হয় গ্রামস্থ এবং বহিরাগত সহৃদয় ভক্তদের সাহায্যে এই মন্দির গুলি পুনঃসংস্কার করা হল। আজকের এই অনুষ্ঠানে দুপুরে প্রায় ৪৫০০ জন ভক্তদের মধ্যে সুমিষ্ট প্রসাদ সেবা করানো হয়। এলাকা তথা গ্রামের মানুষেরা মন্দির পুনঃসংস্কার হওয়ায় স্বভাবতই খুশি।