সেখ রিয়াজুদ্দিনঃ
৫ মে রাজ্য সরকারের ১১ বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের পথে নামক কর্মসূচির মাধ্যমে রাজ্যের বিভিন্ন ব্লক এলাকার পাশাপাশি বীরভূম জেলার ও সমস্ত ব্লকে উক্ত কর্মসূচি পালন করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। ৬ মে খয়রাসোল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একযোগে MGNREGA কাজের শুভ উদ্বোধন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। পার্শুন্ডী পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন MGNREGA-র জেলা নোডাল অফিসার, খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পৃথ্বীশ দাস, পার্শুন্ডী গ্রাম পঞ্চায়েত প্রধান, সমাজসেবী উৎপল ব্যানার্জী। লোকপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভালুকতোড় গ্রামে হাপা খননের জন্য ফিতে কেটে শুভ উদ্বোধন করেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান মারুফা বিবি। উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্ত কুমার গোস্বামী, নির্মাণ সহায়ক রাজা ঘোষ প্রমুখ। অন্যদিকে নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত এলাকায়ও অনুরূপ ভাবে হাপা খননের জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন MGNREGA-র জেলা ও ব্লকের নোডাল অফিসার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শম্পা গন, নির্মাণ সহায়ক রামকৃষ্ণ সাধু, স্থানীয় সমাজসেবী কাঞ্চন দে সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধনের পরমুহুর্তেই উপস্থিত অফিসারগণ MGNREGA কাজের নিয়মকানুন, বেতন বা মজুরি, টাকা পাওয়ার নিয়মকানুন ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন জনসমক্ষে।