প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন প্যাটেলনগরে

দীপককুমার দাসঃ

মহঃ বাজার ব্লকের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের আয়োজনে আজ শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরও ১৯ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত রাজ্যব্যাপী প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হচ্ছে। মহঃ বাজার ব্লক প্রাণী সম্পদ কেন্দ্রে ব্লক স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুধ, ডিম, মাংস, পশম ইত্যাদির জন্য পশু, পাখি পালন করেন পশুপালকরা। মূলতঃ প্রোট্রিন জাতীয় খাবারের যোগানের জন্য ও স্বনির্ভর হওয়ার জন্য পশুপালকরা এই পশু, পাখি পালন করে থাকেন। সেই প্রাণীপালকদের বৈজ্ঞানিক ভিত্তিতে সঠিক পদ্ধতি মেনে পশু পাখি পালনে উৎসাহ দিতে এই প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহঃ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিণী মুর্মু, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ রঞ্জন কোনাই, ডিষ্ট্রিক্ট ভেটেনারি অফিসার ডাঃ তাপস ব্যানার্জী, ডাঃ অসিত সাহা, মহঃ বাজার ব্লক প্রাণীসম্পদ আধিকারিক ডাঃ সুমন ব্যাপারী প্রমুখ। ব্লক প্রাণীসম্পদ আধিকারিক ডাঃ সুমন ব্যাপারী জানান, প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ ব্লক স্তর, জেলা স্তর ও শেষে রাজ্য স্তরের অনুষ্ঠান হয়। আজ মহঃ বাজার ব্লকে ব্লক স্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন যারা গাভী ও বকনা পালন করেন তাদের উৎসাহ দিতে পুরস্কৃত করা হলো। এছাড়াও একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। যার আলোচ্য বিষয় ছিল–গ্রামের আর্থ সামাজিক উন্নয়নে প্রাণী পালনের ভূমিকা। এই বিষয়ে আলোকপাত করেন ডাঃ তাপস ব্যানার্জী।প্রাণীপালকদের পশু ও পাখি পালনে উৎসাহ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *