শম্ভুনাথ সেনঃ
মাধ্যমিক পরীক্ষার সময় সূচী দু’ঘণ্টা এগিয়ে এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের সময় এগিয়েছে দু’ঘণ্টা পনেরো মিনিট। গতকাল ১৮ জানুয়ারী এক নির্দেশিকা জারি করে পরীক্ষা শুরুর নতুন নির্ঘন্ট প্রকাশ করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সূত্রের খবর এদিন নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে পর্ষদ এবং সংসদের কর্তাদের বৈঠক হয়। প্রস্তুতি সংক্রান্ত বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে পরীক্ষা নিয়ামক সংস্থাগুলি।
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সকাল ১১টা ৪৫ মিনিটের পরিবর্তে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত। অন্যদিকে সংসদের আগের বিবৃতিতে বলা হয়েছিল বেলা ১২টা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে দুপুর ৩টে ১৫ মিনিট পর্যন্ত। তবে নতুন বিবৃতিতে পরীক্ষার সময় সওয়া ২ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। সে ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
উল্লেখ্য, আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যে ৯ লক্ষের বেশি ছাত্র-ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষায় বসবে। পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি। অন্যদিকে, ৮ লক্ষের বেশি ছাত্রছাত্রী বসছে উচ্চ মাধ্যমিকে। ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।