বীরভূম জেলা জুড়ে বিলি হচ্ছে অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দির প্রতিষ্ঠার আমন্ত্রণপত্র

শম্ভুনাথ সেনঃ

অযোধ্যায় শ্রীরাম জন্মভূমিতে নির্মীয়মান নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্য রূপের নতুন বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী ২২ জানুয়ারি, ২০২৪। এদিন বেলা এগারোটা থেকে দুপুর একটার মধ্যে এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সারা বীরভূম জুড়ে রামমন্দিরের অক্ষত প্রসাদ ও আমন্ত্রণপত্র বিলি শুরু হয়েছে জানুয়ারির প্রথম থেকেই। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। আমন্ত্রণ পত্রের সাথে শ্রীরাম জন্মভূমি মন্দিরের বিশদ বিবরণ সূচি দেওয়া হচ্ছে। শহর, গ্রাম, প্রত্যন্ত গ্রামে এই আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ন্যস সমিতির কর্মকর্তা ও রাম সেবকরা। নির্মীয়মান মন্দিরের প্রতিচ্ছবি সম্বলিত আমন্ত্রণপত্র নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তাঁরা। দুবরাজপুর ব্লক এলাকার প্রত্যন্ত গ্রামগুলিতে সেই আমন্ত্রণপত্র বিলির ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়। প্রতিষ্ঠার দিনে ওই সময়ে নিজেদের গ্রাম, পাড়া, কোনো মন্দির সংলগ্ন এলাকায় ভক্ত-পুণ্যার্থীদের একত্রিত করে ভজন কীর্তন, শঙ্খধ্বনি উলুধ্বনি এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর অনুরোধ জানাচ্ছেন এই রাম সেবক দলের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *