লোকসভা ভোটের মুখে বীরভূমে তৃণমূলের ব্লক সভাপতিদের নাম ঘোষিত হল

শম্ভুনাথ সেনঃ

লোকসভা নির্বাচন আসন্ন। যদিও এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে তার আগেই বীরভূমের তৃণমূল দল ১৭ জানুয়ারী জেলায় ব্লক সভাপতিদের নাম ঘোষণা করেছে। জেলায় ২১ টি ব্লক সভাপতিদের মধ্যে ৫ জনের নতুন মুখ। দুবরাজপুর ও খয়রাশোল ব্লক এ দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে একক ভাবে সভাপতির নাম ঘোষিত হয়নি। দুবরাজপুর ব্লকে অরুন কুমার চক্রবর্তী ও রফিউল হোসেন খান কে জয়েন্ট কনভেনার করা হয়েছে। অন্যদিকে খয়রাশোল ব্লকে ৫ জনের একটি কোর কমিটি গঠিত হয়েছে। এই কমিটিতে রয়েছে দুই প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী, শ্যামল গায়েন সহ কাঞ্চন দে কেদার ঘোষ ও উজ্জ্বল কাদেরী। জেলার ২১ টি ব্লক সভাপতির মধ্যে ৫ জন ব্লক সভাপতির নতুন মুখ। তার মধ্যে উল্লেখযোগ্য বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক। এই ব্লকের সভাপতি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নীহার মুখোপাধ্যায়কে। উল্লেখ্য,২০২২ সালের ২১ মার্চ বগটুই কাণ্ডে তৎকালীন রামপুরহাট ১ নম্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনারুল হোসেন গ্রেপ্তারের পর এই ব্লকের সভাপতি পদে বহাল করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে। এবার তাকে সরানো হয়েছে। দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই ও ইডির হাতে গ্রেপ্তার হয়ে তিহার জেলে বন্দি থাকার পর বীরভূমের দল চালানোর দ্বায়িত্ব নিজের হাতে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে আহ্বায়ক করে ৯ জনের একটি কোর কমিটি গঠন করে এখন বীরভূমে দল পরিচালিত হচ্ছে। বীরভূমের রাজনীতিতে রামপুরহাট ১ নম্বর ব্লক খুব গুরুত্বপূর্ন। এদিকে সৈয়দ সিরাজ জিম্মিকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়কে ব্লক সভাপতি করায় পরিবার তন্ত্রের তত্ত্ব তুলে ধরছেন দলের একাংশ ও এলাকার রাজনৈতিক মহল। যদিও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দাবী রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। সেইমতো বীরভূমের রামপুরহাট ১ব্লকেও পরিবর্তন করা হয়েছে এটা নিতান্তই দলীয় সিদ্ধান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *