“সমস্যা সমাধান-জনসংযোগ”- রাজ্য সরকারের এই কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে

সেখ রিয়াজুদ্দিনঃ

“দুয়ারে সরকার” এবং “পাড়ায় সমাধান” এর অভূতপূর্ব সাফল্যের পরে ফের একবার রাজ্যের মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুনভাবে আজ ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে “সমস্যা সমাধান-জনসংযোগ”–কর্মসূচি। এই কর্মসূচি চলবে ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি এই পরিষেবা প্রদান শিবিরে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপ শ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মানবিক ইত্যাদি। এরূপ কুড়িটি সমস্যা সমাধানের জন্যই মূলত এইধরনের শিবির। একদা যারা প্রয়োজনীয় নথিপত্র সহ বিভিন্ন কারণে দুয়ারে সরকার শিবিরে হাজির হতে পারেননি বর্তমানে হয়তো সেসমস্ত কাগজপত্র সংগ্রহ হয়েছে তাদের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি বলে একান্ত সাক্ষাৎকারে জানান খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলী।

উল্লেখ্য আজ “সমস্যা সমাধান-সংযোগ” কর্মসূচির প্রথম দিনে খয়রাশোল ব্লকের খয়রাশোল গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচটি বুথ দিয়ে কর্মসূচির শুভসূচনা করা হয়। এক্ষেত্রে ব্লক, পঞ্চায়েত সমিতি, থানা সহ বিভিন্ন সরকারি প্রতিনিধি ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা শিবিরে সহযোগিতা করবেন বলে জানা যায়। এদিন খয়রাশোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন্দু গাঙ্গুলী, খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের “সমস্যা সমাধান- জনসংযোগ” শিবির পরিদর্শনের চিত্র দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *