উত্তম মণ্ডলঃ
পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব আয়োজিত হলো রাজনগরে। এই উপলক্ষে রাজনগর খাসবাজার সৎসঙ্গ উপাসনা কেন্দ্র থেকে সকালের দিকে ভক্তদের নিয়ে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর শুরু হয় ধর্মীয় প্রার্থনা ও সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে ছিল খিচুড়ি ভোগের ব্যবস্থা। বীরভূম ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু ভক্ত যোগ দেন এই উৎসবে। এ বিষয়ে রাজনগর সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের সম্পাদক দীনবন্ধু গঁরাই জানান, আমরা এই মহতি উৎসবে সকলে সমবেত হয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠায় সার্থক হয়ে উঠি আর শ্রীশ্রীঠাকুরের অমিয় আশিসে ব্যক্তি, দম্পতি, সমাজ ও রাষ্ট্রস্নাত হয়ে শান্তি, স্বস্তি ও সুন্দরে পূর্ণতা লাভ করি।