বীরভূমের সিউড়িতে ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রপ্রিয় শিল্পী সাহিত্যিক নাট্যকর্মীদের নিয়ে পালিত হল “সংহতি দিবস”

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি শহরের ধর্মনিরপেক্ষ ও গণতন্ত্রপ্রিয় শিল্পী, সাহিত্যিক, নাট্য কর্মীদের আহ্বানে সিউড়ী ডাঃ শরদীশ রায় স্মৃতি সেবা সদনে আজ ২০ জানুয়ারী বিকেলে পালিত হল “সংহতি দিবস”। এদিন ‘আক্রান্ত সংবিধান’ ও ‘আক্রান্ত ধর্ম নিরপেক্ষতা’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। অধ্যাপক গোপীনাথ চৌধুরী, শিক্ষক আশিস বিশ্বাস তাদের বক্তব্যে ইদানিং কালে সংবিধান যেভাবে লঙ্ঘিত হচ্ছে এবং ধর্মকে যেভাবে রাজনীতির হাতিয়ার করে মানুষকে মোহগ্রস্থ করে রাখা হচ্ছে তার তীব্র সমালোচনা করেন। শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী ও সমাজের সকল স্তরের মানুষজনকে প্রতিনিয়ত অন্যায়ের প্রতিবাদ ও ধর্ম নিরপেক্ষতাকে জীবন আচরণের অঙ্গীভূত করার আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রণব পাল ও ক্ষমা চৌধুরী। কবিতা পাঠে অংশ নেন কবি সন্দীপণ রায়, কবি অশোক সাধু, আবৃত্তি শিল্পী শান্তনু ঘোষাল, সুশান্ত রাহা, সঞ্জীব চক্রবর্তী, প্রিয়াঙ্কা ব্যাপারী প্রমুখ। অমরেন্দ্র দত্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমন ভারত আমরা চাই না যেখান সংবিধানের মর্যাদা থাকবে না, ধর্মের নামে বিভাজন চলবে”। এর বিরুদ্ধে প্রয়োজনে প্রতিদিন প্রতিবাদে রাস্তায় নামতে হবে বলে তিনি আহ্বান জানান।

ছবি ও তথ্য: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি; বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *