উত্তম মণ্ডলঃ
পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের উদ্যোগে নলবাহিত জলসচেনতা শিবির আয়োজিত হলো রাজনগরে। রাজনগর ব্লকের বাঁন্দি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত এই শিবিরে হাজির ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের তরফে উপেন্দ্রনাথ পাণ্ডে ও চিন্ময় কর্মকার। সেই সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা। নলবাহিত পানীয় জলের অপচয় রুখতে পরামর্শ দেওয়া হয় এই অনুষ্ঠানে। পাশাপাশি ছাত্রছাত্রীরাও নিজেরা সচেতন হয়ে বাড়ির বড়োদের এ বিষয়ে সচেতন করার প্রতিশ্রুতি দেয়। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের তরফে উপেন্দ্রনাথ পাণ্ডে জানান, ভবিষ্যতে পানীয় জল সংকট রুখতে আজ ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। ছাত্রছাত্রীরাও সাড়া দিয়েছে সচেতনভাবেই। এভাবেই আমরা নলবাহিত পানীয় জল সংকটের মোকাবেলা করতে পারবো বলেই আশা রাখি।