বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় উপকৃত লক্ষাধিক অসংগতি শ্রমিক

সনাতন সৌঃ

অসংগঠিত শ্রমিকদের কাছে সুখবর। রাজ্য সরকার এবার থেকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের জন্য আর্থিক সাহায্য করছে। অষ্টম দুয়ারে সরকার শিবিরে বীরভূম জেলার ৮২ হাজারের বেশি অসংগঠিত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের জন্য প্রায় ৯০ কোটি ৬২ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রকল্পের আওতায় জেলার প্রায় ৫ লক্ষ ৬২ হাজার ৬ জন অসংগঠিত শ্রমিকদের নাম রয়েছে নথিভুক্ত রয়েছে সরকারি খাতায়। এদের মধ্যে আওতায় সুবিধা পাচ্ছেন ১ লক্ষ ২৫ হাজার ১৯২ জন অসংগঠিত শ্রমিক। পরে ধীরে ধীরে বাকি উপভোক্তাদের দেওয়া হবে বলে জেলার এক পদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে, ২০১৭ সালের এপ্রিল মাসে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। এই সমস্ত শ্রমিকদের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজ্য সরকার এই প্রকল্পের আওতায় মাসিক ৩০ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার কথা ঘোষণা করেছিল। আর বাকি ২৫ টাকা করে প্রতি মাসে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে হতো উপভোক্তাদের। পরে করোনার সময় রাজ্য সরকার এই প্রকল্পের নাম পরিবর্তন করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প নাম রাখে। তখন থেকেই আর কোনো টাকা উপভোক্তাদের জমা করতে হবে না বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছিল।তার পরিপ্রেক্ষিতে সরকার ৫৫ টাকা করে প্রতি মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেয়। এই সমস্ত অসংগঠিত শ্রমিকরা ৬০ বছর বয়স হলেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমানো টাকা সুদসহ সমস্ত টাকা এককালীন ফেরৎ পাবেন। এছাড়া এই প্রকল্পের মাধ্যমে দূর্ঘটনা বিমার সুযোগ পাবেন তাঁরা এবং স্বাভাবিক মৃত্যু হলে বা কর্মক্ষমতা অক্ষম হলে পরিবারের সন্তানরা শিক্ষার জন্য নানাভাবে আর্থিক সাহায্য পাবে। এই প্রকল্পের আওতায় পরবেন মূলত অসংগঠিত পরিবহন শ্রমিক, স্বনির্ভর পেশা শ্রমিক, অসংগঠিত শিল্পের কর্মরত শ্রমিক ও যেকোনো নির্মাণ কর্মীরা। এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে জেলা প্রশাসন দপ্তর ও বিডিও অফিসে যোগাযোগ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *