সেখ রিয়াজুদ্দিনঃ
শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে রামপুরহাট মহকুমা স্তরের প্রাথমিক, নিন্ম বুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয় বুধবার। আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর প্রলয় নায়েক। রামপুরহাট মহকুমা স্তরের এবারের ক্রীড়া পরিচালনার দায়িত্বে ছিলেন রামপুরহাট পশ্চিম চক্র। মহকুমা ক্রীড়া পরিচালন কমিটির সম্পাদক প্রসেনজিৎ মন্ডলের সুদক্ষ পরিচালনায় খেলা গুলি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়। ক্রীড়া কমিটি সূত্রে জানা যায় যে, মোট ৮৭৯ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪০৮ জন প্রতিযোগি ৩৪ টি বিভাগে খেলায় অংশ গ্রহণ করেছিল। মহকুমা পর্যায়ের খেলায় যারা বিজয়ী হবে আগামী ৩০-৩১ জানুয়ারি বোলপুরে অনুষ্ঠিত জেলা স্তরের খেলায় অংশ গ্রহণ করবে।