শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির (ফর গার্লস) হাইস্কুল ২৩ জানুয়ারি দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে। এদিন ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন যথোচিত শ্রদ্ধায় উদযাপিত হয় হয়। তেমনি এই বিদ্যামন্দিরের প্রতিষ্ঠাতা ব্রহ্মচারী নিত্যচৈতন্য মহারাজের ৮৩ তম জন্মদিনটি স্মরণ শ্রদ্ধায় পালিত হয়। প্রতিবছর এই দিনটিকেই বিদ্যালয়ের পারিতোষিক বিতরণ দিবস হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি গৌরানন্দ মহারাজ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যাপীঠের পরিচালন কমিটির স্থায়ী সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক চন্ডীদাস দত্ত। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ সহ বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ ও ছাত্রীরা।এদিন বিদ্যামন্দিরের ছাত্রীরা নৃত্য, কথা, কবিতা, স্মৃতিচারণার মধ্য দিয়ে দিনটি উদযাপন করে। পরে ২০২৩ সালের ১৬ জন কৃতি ছাত্রীদের হাতে বৃত্তি প্রদান করা হয়। এ তথ্য জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনি সাহা।