শম্ভুনাথ সেনঃ
আজ ২৫ জানুয়ারী। দিনটি “জাতীয় ভোটার দিবস” হিসেবে চিহ্নিত। নতুন ভোটারদের উৎসাহিত করতেই সারাদেশের সাথে বীরভূমেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। উদ্দেশ্য ভারতের বৃহত্তম গণতন্ত্রকে বিকশিত করার ক্ষেত্রে ১০০ শতাংশ ভোট নিশ্চিত করা।পাশাপাশি সেই ভোট যেন ভোটার নিজে ভেবে চিন্তে দেন।এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটার দিবস পালনের অন্যতম উদ্দেশ্য। নতুন ভোটারদের বোঝানো হয় একটা ভোট কতটা জরুরী। উল্লেখ্য, ১৯৫০ খ্রীস্টাব্দের ২৫ জানুয়ারী স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রতিষ্ঠিত হয় জাতীয় নির্বাচন কমিশন। সেই দিনটিকে শ্রদ্ধা সম্মান জানাতে ২০১১ সাল থেকে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সারা দেশের সঙ্গে বীরভূমেও জেলা সদর সিউড়ীতে সিধুকানু প্রাঙ্গণে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল জাতীয় ভোটার দিবস।
এবার ২০২৪ এর জাতীয় ভোটার দিবসের থিম “ভোটের মতো কিছু নাই, ভোট আমি দেবো তাই “। এদিন ভোট প্রচারে উৎসাহ জোগাতে ট্যাবলো গাড়ির উদ্বোধন করেন জেলা সমাহর্তা বিধান রায়। স্বাগত ভাষণ দেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নীতু শুক্লা। বেস্ট বিএলও, বেস্ট AERO, বিডিও এবং জয়েন্ট বিডিওদের সম্মানিত করা হয়। সেইসঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় স্থানাধিকারী বিভিন্ন ছাত্র ছাত্রী দের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এদিন মঞ্চস্থ হয় মানব পুতুল নাটক “আমার ভোট, আমার অধিকার”। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বাবুলাল মাহাতো, ওসি ইলেকশন কিশোর দাস, জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিকগণ সহ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অরিত্র চক্রবর্তী প্রমুখ।
ছবি ও ভিডিও: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম।