শম্ভুনাথ সেনঃ
উৎসাহ উদ্দীপনায় প্রাথমিক পড়ুয়াদের নিয়ে বোলপুর মহকুমা স্তরের ৩৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২৪-২৫ শে জানুয়ারী ইলামবাজার হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত হল। ৩৪ টি প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ২৪৯ জন। এই মহকুমার ৮ টি চক্রের চক্রস্তর প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা এদিন অংশগ্রহণ করে। মশাল দৌড় ও ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা হয়।উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ড. প্রলয় নায়েক, বিধায়ক বিকাশ রায়চৌধুরী, স্থানীয় বিডিও অনির্বাণ মজুমদার, ইলামবাজার ওসি আফরোজ হোসেন ও দুই চক্রের এস.আই প্রশান্ত কবিরাজ সোনিয়া টুডু প্রমুখ। মোট ৩৪ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে মেডেল, মেমেন্টো ও শংসাপত্র তুলে দেওয়া হয়। সেই সঙ্গে এদিনের প্রত্যেক প্রতিযোগীকেই দেওয়া হয় একটি করে শীত বস্ত্র ব্ল্যাঙ্কেট। উল্লেখ্য, রামপুরহাট, সিউড়ি, বোলপুর এই তিনটি মহকুমা স্তরে প্রতিটি ইভেন্টের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী মোট ২০৪ জন প্রতিযোগী বীরভূম জেলা স্তর ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেবে। আগামী ৩০-৩১ জানুয়ারী বোলপুর ডাকবাংলো ময়দানে জেলাস্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম এক শিক্ষক সেখ নিয়াজউদ্দিন মন্ডল।