মেহের সেখঃ
৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় সাহিত্য অকাদেমির উদ্যোগে ২৫ জানুয়ারি এস বি আই সভাঘরে একটি বহুভাষী কবি সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের শুরুতেই সাহিত্য অকাদেমির বিভিন্ন কার্যক্রম নিয়ে সংক্ষেপে আলোচনা করেন সাহিত্য অকাদেমির পূর্বাঞ্চল কার্যালয়ের সচিব ড. দেবেন্দ্রকুমার দেবেশ। সাহিত্য অকাদেমির বহুভাষী কবি সম্মেলনের এই কার্যক্রমে ভারতের ১১ টি বিভিন্ন ভাষার কবি মঞ্জিমা গগৈ দাস (অসমীয়া), সংযুক্তা বন্দ্যোপাধ্যায় (বাংলা), অনিলকুমার ওঝা (ভোজপুরী), রাজর্ষি পত্রনবিশ (ইংরেজি), রাজ্যবর্ধন (হিন্দী), চন্দনকুমার ঝা (মৈথিলী), আশা উপাধ্যায় বড়াল (নেপালী), কৃষ্ণকুমার মহান্তি (ওড়িয়া), ভূপিন্দর সিংহ বশার (পাঞ্জাবী), আদিত্যকুমার মাণ্ডী (সাঁওতালী), ওর ফে শীন ইজাজ (উর্দু) কবিতা, গজল এবং গান পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারু রূপে সঞ্চালনা করেন সাহিত্য অকাদেমির সহকারী সম্পাদক ক্ষেত্রবাসী নায়েক।