বিপিন পালঃ
বীরভূম জেলার খয়রাশোল থানার কৃষ্ণপুর বড়জোড় গ্রামে গ্রাম ষোলআনা ও কিছু সহৃদয় মানুষের সহযোগিতায় প্রত্যেক বছরের মতো এ বছরও কৃষ্ণপুর বড়জোড় মনসা মনসা মন্দির নাটশালায় চব্বিশপ্রহর ব্যাপী অখণ্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন ও শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন গানের আয়োজন করা হয়েছিল। বিগত করোনাকালে সরকারি বিধিনিষেধের কথা মাথায় রেখে সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ ছিল। এবছর করোনাবিধি শিথিল হওয়ায় অন্যান্য গ্রামের মতো কৃষ্ণপুর বড়জোড় গ্রামেও শুরু হয়েছিল চব্বিশপ্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন, লীলাকীর্তন গান, ভোগআরতি, সন্ধারতি গৌড়মন্ডলী গান সহ নানান অনুষ্ঠান। ৬মে থেকে শুরু হয় এই অনুষ্ঠান। ৬মে এবং ৭মে অনুষ্ঠিত হয় পালাকীর্তন গান। ৮মে ছিল রাসলীলা কীর্ত্তনগান এবং ৯ মে পরিবেশিত হলো কুঞ্জবিলাস গান এবং রাত্রে বসে বাউল গানের আসর। লীলাকীর্তন গানের সাথে সাথে চলেছে ভক্তসেবা। বিগত দু বছর পরে পুনরায় অনুষ্ঠান শুরু হওয়ায় গ্রামের মহিলা ও পুরুষেরা স্বভাবতই খুশি। এবছর বসেছে মনিহারী, খেলনা নাগরদোলা, টয়ট্রেন সহ বিভিন্ন খাবারের দোকান।