শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগের উদ্যোগে কলেজের রামরঞ্জন সেমিনার হলে ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির (ডিবিটি স্টার কলেজ স্কীমের) আর্থিক সহায়তায় ৩১ জানুয়ারী একদিনের বিজ্ঞানভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়। মূলত স্কুল ছাত্র-ছাত্রীদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিকাশের লক্ষ্যে এই অনুপ্রেরণামূলক প্রোগ্রাম বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায়।
স্থানীয় দুবরাজপুর RBSD হাইস্কুল, দুবরাজপুর গার্লস, শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠ, সারদেশ্বরী বিদ্যামন্দির এবং হেতমপুর রাজ গার্লস হাইস্কুলে বর্তমানে যারা নবম, দশম এবং একাদশ শ্রেণীতে পাঠরত তেমন ৭০ জন ছাত্র-ছাত্রী এই সেমিনারে অংশগ্রহণ করে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে তার ভবিষ্যত, জীবন শুরুর তত্ত্ব, কৃষ্ণচন্দ্র কলেজের বিজ্ঞান বিভাগ ছাত্র-ছাত্রীদের কি কি সুবিধা দেয় এমন সব নানা বিষয় ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড.মনোজ কুমার সাহা, ড. পল্লব জ্যোতি পাল, ড. শ্যামল কুমার যশ, অধ্যাপক সৈকত সাহু প্রমুখ। ছাত্র-ছাত্রীদের আরও বিজ্ঞান মুখী করে তুলতে সেমিনারের পাশাপাশি তাদেরকে হাতে কলমে বিজ্ঞান বিষয়ক সচেতনতার লক্ষ্যে বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও তার কার্যক্রম দেখানো হয়।