শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়োজন ও ব্যবস্থাপনায় প্রাথমিক পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল ৩৯ তম বীরভূম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উৎসাহ উদ্দীপনায় ৩০-৩১ জানুয়ারী বোলপুর স্টেডিয়াম ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এবারের থিম ভাবনা ছিল লোকায়ত বীরভূম। হারিয়ে যাওয়া শৈশবের খেলা নিয়ে সাজানো হয় মাঠ। খোলা আকাশে গ্রাম বাংলার ছবি ফুটে ওঠে মঞ্চসজ্জায়।
৩৪ টি ইভেন্টে মোট প্রতিযোগীর সংখ্যা ছিল ২০৪ জন। মশাল দৌড়, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা হয়। ৩১ জানুয়ারি এই চূড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।উপস্থিত ছিলেন জেলাশাসক বিধানচন্দ্র রায়, বিধানসভার উপাধ্যক্ষ ড. আশিস ব্যানার্জি, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ড. প্রলয় নায়েক, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সমরেন্দ্রনাথ সাঁতরা, রাজ্য কো অর্ডিনেটর পলাশ সাধুখাঁ প্রমুখ। মোট ৩৪ টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে একটি করে ব্যাগ, মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
এছাড়া এদিন জেলার দুই পদ্মশ্রী প্রাপক রতন কাহার ও তকদীরা বেগমের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। উল্লেখ্য, বীরভূমের ৩৪টি ইভেন্টে প্রথম স্থানাধিকারীরা রাজ্যস্তর ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ১৫-১৬ ফেব্রুয়ারী মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার বিশিষ্ট নাট্য শিল্পী সুব্রত ঘটক।