শম্ভুনাথ সেনঃ
কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার ৫ম দিনে আজ ২ ফেব্রুয়ারী সুচী অনুযায়ী বীরভূমে এসে পৌঁছায়৷ এদিন মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কারণে এই যাত্রার অনুমতি দেয়নি বীরভূম জেলা পুলিশ। তবুও অন্ততঃ ৫৫ কিলোমিটার ন্যায় যাত্রায় সামিল হন রাহুল গান্ধী, জয়রাম রমেশ, অধীর রঞ্জন চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ৷ বীরভূমের হাসন বিধানসভা এলাকার তারাপীঠের বুধিগ্রাম এলাকা থেকেই সফর শুরু হয়। প্রথম থেকেই এই যাত্রায় বিশৃঙ্খলা ছিল৷ রামপুরহাট এলাকায় হয় মধ্যাহ্ন ভোজন। এখানে কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধস্তাধস্তি বাঁধে৷ পরে রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায় যাত্রা ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়৷ এদিকে ঝাড়খণ্ড ঢোকার মুখে রাহুল গান্ধীর কনভয়ে থাকা এম্বুলেন্স বীরভূম পুলিশের গাড়িতে ধাক্কা মারে। যদিও এই ঘটনায় কেউ গুরুতর জখম হয়নি। তবে দুজন চালককে আটক করা হয় বলে পুলিশ সূত্রে খবর। জেলা কংগ্রেস সূত্রে খবর রাহুল গান্ধীর ভারতজোড়ো ন্যায় যাত্রা বীরভূম সফরের পর ঝাড়খণ্ড রাজ্যে পৌঁছে গিয়েছে।