
শম্ভুনাথ সেনঃ
মহিলাদের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্যে বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের প্রাণীসম্পদ দপ্তরের পক্ষ থেকে স্থানীয় ৮১০ জন প্রাণীপালককে আজ ২ ফেব্রুয়ারী ১০টি করে উন্নত প্রজাতির মুরগির ছানা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেন ব্লকের জয়েন্ট বিডিও জাগ্রত চৌধুরী ও প্রাণিসম্পদ আধিকারিক ডাঃ অচিন্ত্য মহান্তি। গত ৩০ জানুয়ারী মুরারই এক নম্বর ব্লকের প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে স্থানীয় এলাকার ৮৩০ জন প্রাণীপালক উপভোক্তাদের মোট ৮৩০০ টি মুরগী ছানা তুলে দেওয়া হয়। প্রত্যেককেই দশটি করে ছানা দেওয়া হয়েছে বলে সরকারি ভাবে জানা গেছে। এদিন উপস্থিত ছিলেন ব্লক প্রাণিসম্পদ আধিকারিক চিকিৎসক অচিন্ত্য মহান্তি সহ পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ। এলাকার ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েত, পলসা গ্রাম পঞ্চায়েতের উপভোক্তারা এদিন হাজির ছিলেন।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম