সেখ রিয়াজুদ্দিনঃ
সরকারি ভাবে লোকসভার দিনক্ষণ ঘোষিত না হলেও রাজনৈতিক দল গুলি ঘর গোছাতে মাঠে ময়দানে অবতীর্ণ। নিজ নিজ দলের জনসমর্থন বাড়াতে মরিয়া,এনিয়ে চলছে দলে যোগদান পর্ব। অনুরূপ শুক্রবার দুবরাজপুর বিধানসভার অন্তর্গত দুবরাজপুর শহর মন্ডলের ৮ এবং ১০ নম্বর ওয়ার্ড থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের ২০ টি পরিবার তৃণমূল থেকে বিজেপিরতে যোগ দান করলেন বিজেপির দুবরাজপুর দলীয় কার্যালয়ে।যোগদান পর্বে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির সাংগঠনিক জেলার দুই সাধারণ সম্পাদক টুটুন নন্দী ও রিতা ঘোষ, বীরভূম সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার খান, জেলার সংখ্যালঘু মোর্চার সহ সভানেত্রী রুবিনা বিবি, জেলা সম্পাদক সুকুমার নন্দী, দুবরাজপুর বিধান সভার দলীয় কনভেনার সুখময় গড়াই, দুবরাজপুর শহর মন্ডলের সভাপতি করুণাময় মুখার্জি ছাড়াও বিজেপির অন্যান্য কার্যকর্তাগন। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী গোলাম গোওস সেখ এর বক্তব্য দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও সুযোগ সুবিধা সহ প্রাপ্য সম্মান পাইনি। তাছাড়া তৃণমূল কংগ্রেসের অন্যন্য নেতারা বাড়ি থাকতে বাড়ি সহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন।