বীরভূমের সিউড়িতে দশম বর্ষের “অভিমুখ” প্রবন্ধ পত্রিকা প্রকাশিত হলো

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের জেলা সদর সিউড়ি থেকে প্রকাশিত “অভিমুখ” পত্রিকার দশম বর্ষ প্রকাশিত হল। আজ ৩ ফেব্রুয়ারী, বিকেলে সিউড়ীতে ‘বীরভূম সাহিত্য পরিষদ সভাকক্ষে’ সাড়ম্বরে এই মননশীল প্রবন্ধ পত্রিকার আবরণ উন্মোচিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরভূম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা সাহিত্যিক গবেষক ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন সাহিত্যিক ডঃ নারায়ণ প্রসাদ ভট্টাচার্য। কবি মাইকেল মধুসূদন দত্তের স্মরণে অভিমুখ পত্রিকার এটি বিশেষ সংখ্যা। শিল্পী মানবী সরকারের উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রারম্ভিক ভাষণে অভিমুখ পত্রিকার সম্পাদক অমরেন্দ্র দত্ত তুলে ধরেন ১০ বছরের পথ চলার কথা। এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এদিন মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ চৈতন্য বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে কবি মধুসূদনের ব্যক্তিগত জীবন কথা, ধর্মান্তরিত হওয়া, তাঁর কাব্য জীবনের নানা দিক নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন। এছাড়া নাট্যশিল্পী বিমল সোম “অভিমুখ” পত্রিকা নিয়ে তার স্বরচিত গান এবং সুপ্রিয়া ঘোষাল দ্বিজেন্দ্র গীতি পরিবেশন করেন। সাহিত্যপ্রেমী নিতাই প্রসাদ ঘোষ বক্তব্যে তুলে ধরেন পত্রিকা প্রকাশের বিস্তৃত বিবরণ। এছাড়া বক্তব্য রাখেন তড়িৎ ভাদুড়ী, কুণাল কিশোর রায় প্রমুখ। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন আবৃত্তি শিল্পী বামদেব মুখার্জি ও প্রদীপ মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সুশান্ত রাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *