সেখ রিয়াজুদ্দিনঃ
অবৈধ কয়লা রোধে জেলা পুলিশ বারবার অভিযান চালালেও পাচারকারীদের রণকৌশল বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে কয়লা পাচারের ধারা অব্যাহত। সেই রূপ পরিস্থিতিতে শনিবার রাত্রে লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয় এলাকায়। সেক্ষেত্রে কাঁকরতলা থানা এলাকা থেকে অবৈধ কয়লা ভর্তি ১৬ চাকার ট্রাক লোড হয়ে খয়রাশোল অভিমুখে যাবার পথে লোকপুর থানার সারসা মোড়ে গাড়িটিকে আটক করে লোকপুর থানার পুলিশ। সেই সাথে গাড়ির মধ্যে থাকা এক পাচারকারী কেও আটক করা হয়। ধৃতকে রবিবার, ৪ ফেব্রুয়ারী দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা যায় ধৃত ব্যক্তির নাম চাঁদ মোহাম্মদ, বাড়ি দুবরাজপুর থানার দোবান্দা গ্রামে। গাড়ির মধ্যে থাকা কয়লার পরিমাণ ২৫ টন বলে জানা গেছে। অবৈধ কয়লা কোথায় লোডিং করা হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ইতিমধ্যে তদন্তে নেমে পড়েন জেলা পুলিশ।