বীরভূমের মুরারইতে ক্যারাটে প্রশিক্ষণরত কচি কাঁচাদের বেল্ট এক্সামিনেশন

শম্ভুনাথ সেনঃ

ইদানিং পড়াশুনার পাশাপাশি পড়ুয়ারা নৃত্য, সংগীত, ছবি আঁকাতেও বেশ পারদর্শী। অভিভাবকরা তাদের ছাত্র-ছাত্রীদের শিশুবেলা থেকেই যোগ ব্যায়াম বা ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে উৎসাহী করে তুলছে। ক্যারাটেও একধরনের শিল্পমাধ্যম। ক্যারাটে শিখলে মানুষের সামগ্রিক জীবনধারা বদলের পাশাপাশি বাড়ে রোগপ্রতিরোধ ক্ষমতা। বিচিত্র কলাকৌশলের এই ক্রীড়া নারী-পুরুষকে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। এই শিক্ষা শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, চিত্তবিনোদনের মাধ্যম হিসেবেও বিবেচিত হয়। বীরভূমের মুরারইতে সেশিনকাই শিতো-রিউ ক্যারাটে-ডু একাডেমির উদ্যোগে ৪ ফেব্রুয়ারী প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বেল্ট এক্সামিনেশন নেওয়া হয়। মুরারই ব্লকের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এই ক্যারাটে প্রদর্শন। ৩৫ জন ছাত্র-ছাত্রী এই ক্যারাটে পরীক্ষায় যোগদান করে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর দেবাশিস কেশরী। পরীক্ষা শেষে এসব ছাত্র-ছাত্রীদের রেঙ্ক অনুযায়ী লাল, হলুদ, কালো বেল্ট ও মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়। তাদের হাতে এই পুরস্কার তুলে দেন মুরারই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, মুরারই কবি নজরুল কলেজের অধ্যাপক সুস্মিতা লামা প্রমুখ।

ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *