প্রাথমিক বিদ্যালয় সমূহের রাজ্য স্তরের খেলায় অংশ নিচ্ছে খয়রাশোল ব্লক এলাকার রিমি বাগ্দী

সেখ রিয়াজুদ্দিনঃ

সদ্য শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয় সমূহের অঞ্চল,চক্র,মহকুমা সহ জেলা পর্যায়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।এরপর আগামী ১৫-১৬ ফেব্রুয়ারি রাজ্য পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে। সেখানে জেলার অন্যান্য প্রতিযোগীদের পাশাপাশি খয়রাশোল ব্লকের রূপুষপুর গ্রামের পঞ্চম শ্রেণীতে পাঠরত রিমি বাগ্দীও অংশ গ্রহণ করবে। এজন্য রিমির বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে পরিবার পরিজন সহ এলাকাবাসী আনন্দিত।জানা যায় রাজ্য স্তরের খেলায় ১০০মিটার দৌড় ও লংজাম্পে অংশ নিবে রিমি। গ্রাম্য দিনমজুরের মেয়ে রিমি বাগ্দীর খেলা ধূলায় কোনো প্রশিক্ষক নেই। শুধুমাত্র রূপুষপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভজিৎ মন্ডলের অনুপ্রেরনায় দৌড় এবং লংজাম্প প্র্যাক্টিস শুরু করে বলে রিমির পরিবারের বক্তব্য। রূপুষপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সোমবার রিমির মনোবল বৃদ্ধি,উৎসাহ প্রদান তথা সার্বিক সাফল্য কামনার্থে ট্রফি, জার্সি, জুতো ব্যাগ সহ নানান উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র দাস,খয়রাশোল চক্রের ক্রীড়া সম্পাদক প্রদীপ মন্ডল, সহকারী শিক্ষক কুন্তল মুখোপাধ্যায়, কল্লোল মন্ডল, শুভজিৎ মন্ডল, পার্শ্ব শিক্ষিকা দীপালী গোস্বামী চ্যাটার্জী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন। যদি কোনো স্পোর্টস এ্যাসোসিয়েশনের সহযোগিতা পাওয়া যায় তাহলে আগামী দিনে বড়ো খেলোয়াড় হওয়ার মনোবাসনা রিমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *