হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ, রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিনঃ

রামপুরহাট রেল স্টেশন চত্বরে থাকা হকারদের উচ্ছেদের প্রতিবাদে সোমবার বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুনর্বাসনের দাবিতেই মূলত তাদের এই বিক্ষোভ বলে জানা যায়।হকারদের দাবি রামপুরহাট রেল স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে আসছেন। পুনর্বাসনের ব্যবস্থা না করে রেল কতৃপক্ষ হঠাৎ তাদের উচ্ছেদ করে দিচ্ছে।সেই ঘটনার প্রতিবাদে স্টেশন চত্বরে ব্যাবসায়ী থেকে শ্রমিকরা দলবদ্ধ ভাবে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত আইএনটিটিইউসি হকার ইউনিয়নের সভাপতি আঙ্গুর সেখ বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় হকাররা স্টেশন চত্বরে ব্যবসা করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে।এখান ব্যাবসায় বহু পরিবার জড়িত। রোজগার বন্ধ হয়ে গেলে বহু পরিবারকে অনাহারে দিন কাটাতে হবে।এদিন বিক্ষোভ সামাল দিতে আরপিএফ বাহিনী স্টেশন চত্ত্বরে হাজির হন। পরে আইএনটিটিইউসি নেতৃত্ব রেল আধিকারিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং হকারদের নানান সমস্যার কথা তুলে ধরেন ও তাদের দাবির কথা জানানো হয় বলে ইউনিয়ন সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *