সাঁইথিয়ায় পেনশনারদের সভায় লেখক সম্বর্ধনা

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

বীরভূম জেলা এডুকেশন্যাল পেনশনার্স এসোসিয়েশনের সঙ্গে জড়িয়ে আছেন সাঁইথিয়া তথা সংলগ্ন এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা,অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ। প্রতি মাসে সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ে এই সমিতির সদস্য সদস্যারা উপস্থিত হয়ে বিভিন্ন মহাপুরুষকে স্মরণের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার আয়োজন করেন। ফেব্রুয়ারি মাসের আলোচনার বিষয় ছিল নেতাজী সুভাষচন্দ্রের সংগ্রাম। এছাড়া সংগঠনের সঙ্গে যুক্ত বিশিষ্ট লেখক গবেষকদের সম্বর্ধনা। এদিন বর্ষীয়ান শিক্ষক চন্ডীচরণ সাধু সহ সংগঠনের বিশিষ্ট প্রবীণ সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন। এদিনের সভায় শুরুতেই বিশিষ্ট লেখক গবেষক সম্বর্ধনার পর্বে ড: বিশ্বনাথ বিশ্বাস, ড: নিশাপতি পাল, প্রাক্তন কলেজ গ্রন্থাগারিক বিজয়কুমার দাস, শিক্ষক গঙ্গাধর মন্ডল, শিক্ষিকা স্বর্ণ পাল,ড: গৌরী চৌধুরীকে তাঁদের সাহিত্যসৃষ্টি ও গবেষণাকর্মের জন্য সম্বর্ধিত করা হয়। সম্বর্ধনার মানপত্র সহ উপহার তুলে দেন সংগঠনের বর্ষীয়াণ সদস্যরা। সম্বর্ধিত জনেরা তাঁদের রচিত গ্রন্থাদি এবং গবেষণা নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা চন্ডীচরণ সাধু অভিনন্দিত করেন সম্বর্ধিত লেখক গবেষকদের। এদিন নেতাজী প্রসঙ্গে বক্তব্য রাখেন ড: বিশ্বনাথ বিশ্বাস। সংগঠনের সভাপতি ঘোষণা করেন মার্চ মাসের অধিবেশনে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবর্ষ উপলক্ষে তাঁর সাহিত্য ও জীবন বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *