শম্ভুনাথ সেনঃ
ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ৪ জন মহিলা কৃষি শ্রমিকের মৃত্যুতে বীরভূম জেলা জুড়ে শোকের ছায়া। আজ ৬ ফেব্রুয়ারী ভোরবেলা এই ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে রামপুরহাট তারাপীঠ সংযোগস্থল মুনসুবা মোড়ের কাছে। মেঘলা আকাশ কুয়াশা ঢাকা রাস্তায় দেখতে না পেয়ে ৪ মহিলাকে পিষে দিয়ে চলে যায় ঘাতক ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। পরে একজন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যায় বলে খবর। বাকি আহত আরো ১১ জন হাসপাতালে চিকিৎসাধীন।পরে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। উল্লেখ্য, আজ ভোর চারটে নাগাদ বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের চিতুরি গ্রাম থেকে এই কৃষি শ্রমিকরা বেড়িয়েছিলেন মাড়গ্রামে ধান পোঁতার উদ্দেশ্যে। প্রতিদিনের মতো আজও যন্ত্রচালিত ভ্যানে ঐ ১৫ জন শ্রমিক ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মাড়গ্রাম যাচ্ছিল। ভোরের আলো তখনও ভালোভাবে ফোটেনি। মেঘলা আকাশ সেইসঙ্গে কুয়াশাচ্ছন্ন থাকায় দৃশ্যমানতা ছিল অতি কম। বিপরীতমুখী মল্লারপুরের দিক থেকে জাতীয় সড়ক ধরে আসছিল ছ চাকার একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ঐ ভ্যানটিকে ধাক্কা দেয়। সকলে ছিটকে পড়ে যান রাস্তায়। এর পর অন্য ট্রাকে তিন মহিলাকে পিষে দিয়ে যায় ট্রাকটি। এমনই ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।