সেখ রিয়াজুদ্দিনঃ
লোক সভার প্রাক্কালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানা এলাকা সহ সীমান্তবর্তী এলাকাগুলিতেও চলছে জোরকদমে নাকা চেকিং।সেইরূপ সোমবার রাত্রি দশটা নাগাদ লোকপুর থানার এএসআই প্রশান্ত রায় ও পুলিশ বাহিনী বারাবন জঙ্গল মোড়ে নাকা চেকিং করার সময় একটা মারুতি অমনি ভ্যান পুলিশকে দেখা মাত্রই গাড়ি ছেড়ে চালক গা ঢাকা দেয় জঙ্গলের মধ্যে।পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখতে পান যে, মারুতির ভেতরে যাত্রীর পরিবর্তে রয়েছে অবৈধ কাঁচা কয়লা। জানা যায় গাড়িটি লোকপুর থানার সীমান্তবর্তী ঝাড়খন্ড রাজ্যের দিক থেকে আসছিল এবং লোকপুর থানা এলাকার মধ্য দিয়ে কয়লা পাচারের উদ্দেশ্যে প্রবেশ করছিল বলে মনে করা হচ্ছে।বাজেয়াপ্ত গাড়ির মধ্যে প্রায় ১০ কুইন্টাল অবৈধ কাঁচা কয়লা উদ্ধার হয় ও মারুতি অমনি ভ্যানটাকে আটক করে থানায় আনা হয়। উল্লেখ্য লোকপুর থানার ওসি পার্থ ঘোষ এর নজরদারি রয়েছে এলাকায় অবৈধ কারবারি সহ পাচারকারীদের প্রতি। যার প্রেক্ষিতে গত রবিবার সরস্বতী পূজা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আয়োজিত শান্তি কমিটির মিটিংয়েই তিনি উল্লেখ করে সাবধান করেন যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে থেকে বেশ কিছু অবৈধ কার্যকলাপ চলছে লোকপুর থানার উপর দিয়ে। নজরদারির ফলস্বরূপ পাচারকারীদের অভিনব পদ্ধতিতে এই অবৈধ কয়লা বোঝায় মারুতি ভ্যান আটক বলে স্থানীয়দের অভিমত।