শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগ পরিদর্শন করে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।আজ ১২ ফেব্রুয়ারী বর্ধমান গ্রুপ এনসিসি কমান্ডিং অফিসার Brigadier অলোক সিংহ 15 Bengal Battalion এনসিসি, সিউড়ী অফিস পরিদর্শনে আসেন। পাশাপাশি সিউড়ি বিদ্যাসাগর কলেজের এনসিসি বিভাগ পরিদর্শনে আসেন সঙ্গে 15 Bengal Battalion এনসিসি এর কমান্ডিং অফিসার কর্নেল অনিরুদ্ধ ওলে এবং ADM অফিসার কর্নেল পি.এস.রায়ার সহ এনসিসির উর্দ্ধতন আধিকারিকরা। সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ড. তপন কুমার পরীচ্ছা এবং এনসিসি বিভাগের ভারপ্রাপ্ত ANO লেফটেন্যান্ট ড. হেমন্ত সাহা, লেফটেন্যান্ট রমেন্দ্র রায় তাঁদের বরণ করেন। পরে তাদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন গ্রুপ কমান্ডিং অফিসার সহ বিভিন্ন আধিকারিকরা কলেজের এনসিসি বিভাগ পরিদর্শন করেন। এবং এনসিসি cadet দের সাথে কথা বলেন। SSB,Agnibir নানা রকম defefence force এ যাওয়ার জন্য ক্যাডেটদের নানা রকম ধারণা ও তাদের উৎসাহ প্রদান করা হয়। সেইসঙ্গে আগামী দিনে ভারত মায়ের সেবার নিমিত্তে এই সকল নব্য যুবক-যুবতীদের আগ্রহী হওয়ার পরামর্শ দেন। সবসময় সকল ক্যাডেটদের সবরকম সহযোগিতা করবেন বলে বার্তা দেন এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।