বীরভূম জেলা জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা

শম্ভুনাথ সেনঃ

অসহায় মানুষজন দের পাশে দাঁড়ানোর এক নয়া উদ্যোগ। বীরভূম জেলা জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে “নগরী লিভার ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সিউড়ী সংলগ্ন নগরী গ্রামে গড়ে উঠেছে নগরী লিভার ফাউন্ডেশন এর মূল ভবন। গত নভেম্বর “২০২৩” থেকে তারা সামাজিক অঙ্গনে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন। সমাজে যে সকল মানুষ অসহায়, আর্থিক দিক থেকে দুর্বল, বিভিন্ন রোগে আক্রান্ত, কাজ করার ক্ষমতা নেই,জীবনে বাঁচার আশা হারিয়েছেন এমন সব অসহায় মানুষজন দের পাশে দাঁড়াতে “অরুণ পরশ” নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অসহায় ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ডাঃ শৈবাল মজুমদার ও তাদের মেডিকেল টীম। এ পর্যন্ত সারা জেলার শতাধিক মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। রাজনগরের নারায়নী দাস, সাহাবাদের দুলুবালা রেওয়ানি বোলপুরের ভারতী দত্ত, নলহাটির অঞ্জলি প্রসাদ এই ডাক্তারবাবুদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ব্যক্ত করেছেন।এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। সিউড়ি সংলগ্ন কড়িধ্যা বড় মহুলা গ্রামের ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের পাতায়। এই স্বেচ্ছাসেবী সংস্থার ভাবনা পরিকল্পনা ও আগামী দিনের পথ চলার কথা বিস্তারিত জানিয়েছেন সিউড়ী সদর হাসপাতালের বর্তমান চিকিৎসক ডাঃ শৈবাল মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *