দীপককুমার দাসঃ
সরস্বতী পুজোর মন্ডপ আদি যোগী রূপী দেবাদিদেবকে কেন্দ্র করে। মাটি, চট এর উপর রঙের স্প্রে করে মহাদেবের আদিযোগী রূপটি ফুটিয়ে তুলেছেন সিউড়ির শিল্পী মধুসূদন শর্মা। আর দেবাদিদেবকে প্রদক্ষিণ করে পিছনে গেলেই দেবী সরস্বতীর দেখা মিলবে।সরস্বতীর ডানদিকে একজন গায়ক গান করছেন আর বামদিকে একজন গানের সঙ্গে তবলায় সঙ্গত করছেন। এমন সুন্দর প্রতিমা তৈরি করেছেন গৌরনগরের শিল্পী তন্ময় মন্ডল। আর এই মন্ডপ আর প্রতিমা দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন আঙারগড়িয়ায় যুবকবৃন্দের সংগঠন নীলকন্ঠ এর পুজো মন্ডপে।
উদ্যোক্তাদের পক্ষে স্মৃতি প্রকাশ মন্ডল জানান, আমাদের আদিযোগী দেখতে যাবার কথা ছিল। পরে আমরা ঠিক করলাম তামিলনাড়ুতে সবার যাওয়া সম্ভব নয়, তাই এখানেই পুজো মন্ডপে আদিযোগীর রূপ তুলে ধরা হলো, যাতে সেই রূপ সবাই দর্শণ করতে পারে। এবারের পঞ্চম বর্ষের এই থিম পুজো ঘিরে এলাকাবাসীর উৎসাহ চরম।