দীপককুমার দাসঃ
প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজোর থিমসজ্জায় নজর কাড়লো সিউড়ির বেনীমাধব ইনষ্টিটিউশন। শতাব্দী প্রাচীন এই শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর মন্ডপ সজ্জা আলাদা মাত্রা যোগ করে। এবারে মন্ডপে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ছে কথাকলি নৃত্যরত একটি মূর্তি। একটু এগোলেই ছৌ নৃত্যের মুখোশ পড়া দুর্গা, অসুর। দুদিকের দেওয়াল জুড়ে নানা ধরনের কাগজের মুখোশ। যামিনী রায়ের পটচিত্র। আর সরস্বতী দেবীর সামনে বিশালাকার সাদা হাঁস স্বাগত জানাচ্ছে। আর থিমসজ্জার সঙ্গে মানানসই প্রতিমাও। এই প্রতিমা তৈরি করেছে এই বিদ্যালয়ের ছাত্র অমিত দাস। আলোকমালায় সাজানো হয়েছে স্কুল চত্বর। বানানো হয়েছে সেলফি জোনও।আর এই মন্ডপসজ্জা ও আলোকসজ্জা দেখতে মানুষের ঢল নেমেছে সিউড়ির বেনীমাধব ইনষ্টিটিউশনে।