প্রশাসনিক পরিষেবা প্রদান অনুষ্ঠানে আগামীকাল বীরভূমের সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শম্ভুনাথ সেনঃ

দীর্ঘদিন পর বীরভূমের সিউড়িতে প্রশাসনিক সভায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদর সিউড়ির চাঁদমারি ময়দানে ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন। আগামীকাল ১৮ ফেব্রুয়ারী রবিবার সিউড়ির চাঁদমারি ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে। এদিন বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা প্রদান করবেন। তেমনি বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হওয়ার কথা। ডেউচা-পাঁচামীর খনি শিল্পের জন্য ৫৬২ জন জমিদাতাদের হাতেও এদিন তুলে দেওয়া হবে চাকরির নিয়োগপত্র। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে রাজনগর ব্লকের চন্দ্রপুর কমিউনিটি হলে আজ ১৭ ফেব্রুয়ারী বেলা ১১ টায় তৃণমূলের পক্ষ থেকে একটি বৈঠকের আয়োজন করা হয়। তৃণমূল ব্লক সভাপতি সুকুমার সাধুর নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে এই বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রীর সভায় যোগদান করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। দলীয় কর্মীদের মুখ্যমন্ত্রী সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি আহ্বান জানান। ব্লক সভাপতি সুকুমার সাধু ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সহ-সভাপতি রানা প্রতাপ রায়, তৃণমূল নেতা মলয় রায়, শরৎ মাহাতো সহ অন্যান্য তৃণমূল দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *