শম্ভুনাথ সেনঃ
শিক্ষক থেকে চিকিৎসক, ছাত্রসমাজ সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে দিন দিন যেন মানবিক মূল্যবোধ কমছে। বাড়ছে ছাত্র-শিক্ষকের মধ্যে সম্পর্কের দূরত্ব। তেমন সময়ে এক শিক্ষকের আদর্শকে বর্তমান ছাত্র সমাজের কাছে তুলে ধরতে “মৃণালকান্তি মজুমদার স্মৃতি স্মারক” বক্তৃতার আয়োজন করা হয়। উল্লেখ্য, মৃণালকান্তি মজুমদার বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া উচ্চ বিদ্যালয়ে তিন দশক ধরে শিক্ষকতা করেন। অবসর নিয়েছিলেন ১৯৯২ তে। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন। আজকের দিনে তাঁর আদর্শকে বাঁচিয়ে রাখতে এই স্মৃতি স্মারক বক্তৃতার আয়োজন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। বক্তৃতার বিষয় ছিল “শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য”।এদিন স্মৃতি স্মারক বক্তব্য রাখেন বিশ্বভারতীর পাঠভবনের অবসরপ্রাপ্ত অধ্যাপক চঞ্চল বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় খয়রাশোল ব্লকের বিডিও সৌমেন্দু গাঙ্গুলী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সিউড়ি সদর হাসপাতালের দুই চিকিৎসক ডাঃ কাজল চট্টোপাধ্যায়, ডাঃ শৈবাল মজুমদার সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। এদিন প্রয়াত শিক্ষকের স্মৃতিতে একটি মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করা হয়। অন্তত ৬০ জন স্থানীয় মানুষজনকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ। এদিন বিদ্যালয়ের চারজন কৃতি ছাত্র-ছাত্রীকে দেওয়া হয় মৃনালকান্তি মজুমদার স্মৃতি স্মারক সম্মাননা। ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় রৌপ্য পদক।
ছবি: মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি; বীরভূম