
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের উদ্যোগে আজ ১৭ ফেব্রুয়ারী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেসের ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দেওয়ার প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে মূলত এই বিক্ষোভ মিছিল বলে দলীয় সূত্রে জানানো হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কংগ্রেস সভাপতি নাজিমউদ্দিন শেখ, আশিস মুখার্জি সহ দলীয় কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ মিছিলে গণতন্ত্র হত্যা, সাম্প্রদায়িক শক্তির বিষ ছড়ানো, নারীদের উপর অত্যাচার, ব্যাংক একাউন্ট ফ্রিজ করে দেওয়া, কৃষকের সঠিক প্রাপ্য না দেওয়া এমন বিভিন্ন প্রতিবাদে এই মিছিলে স্লোগান ওঠে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের সাম্প্রদায়িক শক্তিকে উচ্ছেদ করে ধর্মনিরপেক্ষ শক্তিকে দেশ শাসন করার আহ্বান জানানো হয়। আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।