
শম্ভুনাথ সেনঃ

উৎসাহ আর উদ্দীপনায় আজ ১৭ ফেব্রুয়ারী বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মানসায়ের এলাকায় কলেজের নিজস্ব স্পোর্টস গ্রাউন্ডে। ২০০ জন ছাত্র-ছাত্রী দৌড়, লং জাম্প, হাই জাম্প, মিউজিকাল চেয়ার এমন ১২ টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবার এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১২৫ তম বর্ষে পড়লো। বীরভূমের ১৬ টি কলেজের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীদের নিয়ে “ইন্টার কলেজ স্পোর্টস” অনুষ্ঠিত হবে খুজুটিপারা চন্ডীদাস মহাবিদ্যালয়ের স্পোর্টস ময়দানে আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ। এ তথ্য জানিয়েছেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায়।


এদিন প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি, মেডেল ও শংসাপত্র। স্থানীয় গেমস টিচাররা এদিন ক্রীড়া পরিচালনা করেন। এই ক্রীড়া প্রতিযোগিতার মূল দায়িত্বে ছিলেন কলেজের অংক বিভাগের অধ্যাপক সেখ আনোয়ার হোসেন। কলেজের বিভিন্ন অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

ছবি: প্রিয়রঞ্জন ধর, দুবরাজপুর: বীরভূম