সেখ রিয়াজুদ্দিনঃ
১৭-১৮ ফেব্রুয়ারি জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সিউড়ির চাঁদমারি মাঠে অনুষ্ঠিত হবে প্রশাসনিক সভা। সভা মঞ্চ থেকেই সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন। সেইসাথে ডেওচা পাচামির জমি দাতাদের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দিবেন। ঠিক তার আগের দিনে অর্থাৎ শনিবার খয়রাসোল ব্লকের হজরতপুর রেলওয়ে সাইডিং এ কর্মরত বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা তাদের দাবি দাওয়া নিয়ে কয়লা পরিবহনের চাক্কা জ্যাম করে দিনভর বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। উল্লেখ্য খয়রাসোল ব্লকের গঙ্গারামচক ও কৃষ্ণপুর- বড়জোর এলাকায় রয়েছে দুটি খোলা মুখ কয়লাখনি। একটি বেসরকারি সংস্থা উক্ত খনি দুটিতে কয়লা উত্তোলনের দায়িত্বে রয়েছেন। তাদের অধীনস্থ ২৪৫ জন নিরাপত্তা রক্ষী হজরতপুর রেলওয়ে সাইডিং এ কর্মস্থলে রাস্তা অবরোধ করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। যারফলে কয়লা ট্রান্সপোর্টিং বন্ধ সকাল থেকে। খবর লেখা পর্যন্ত আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে অনড়। দাবি সমূহের মধ্যে বেতন বৃদ্ধি এবং একই সংস্থার অধীনে থাকা কর্মীদের বেতন বৈষম্য দূরীকরণ। কর্মীদের জয়েন্ট লেটার, পেশ্লিপ, বন্ড পেপার, পূজার বোনাস চালু করা। এছাড়াও কর্মীদের জন্য ড্রেস,ক্যান্টিন ও শৌচালয়ের সুবিধা এবং জ্বালানির ব্যবস্থা। উল্লেখ্য গত ১৬ জানুয়ারি উক্ত বিষয় নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করা হয়। এবং ম্যানেজমেন্ট কতৃপক্ষ একমাস সময় নেয়। কিন্তু একমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও কোনো সমাধান না হওয়ায় পুনরায় বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে বলে আন্দোলনকারীদের বক্তব্য। এবিষয়ে সংস্থার অধীনস্থ জেএমপিএল এর ম্যানেজার বিধানচন্দ্র খাঁর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু ফোন ধরেননি।