লোকসভা নির্বাচনে আগেই বীরভূমের সিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ির চাঁদমারি ময়দানে প্রশাসনিক সভায় আজ ১৮ ফেব্রুয়ারী উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে এদিন একগুচ্ছ সরকারি প্রকল্পের যেমন উদ্বোধন ও শিলান্যাস করেন তেমনি বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের সুবিধা প্রদান করেন তিনি৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত কেন্দ্র সরকারকে বিভিন্ন ইস্যুতে এক হাত নেন মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনের আগেই এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “বাংলায় এনআরসি (ন্যাশনাল রেজিস্টার সিটিজেন) অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জী করতে দেবেন না”। সিএএ (সিটিজেন আমেন্ডমেন্ট অ্যক্ট) অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়েও তিনি বিরোধিতা করেন। তিনি আরও বলেন, “সাবধান, আবার ক্যা ক্যা শুরু করেছে ওরা৷ আবার এনআরসি চালু করতে চলেছে। মঞ্চে উপস্থিত জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনাদের বলছি দেখবেন যাতে সবাই ভোটার কার্ডে নাম তুলতে পারেন৷ কারও যেন কোনো রকম অসুবিধা না হয়। ওয়ান নেশন ওয়ান ইলেকশন করবে, রাষ্ট্রপতি শাসন চাইছে। ওসব হবে না৷ পাঁচ বছরের জন্য নাগরিকত্ব কেড়ে নেবে! কি পেয়েছে ওরা। আপনারা সবাই তো প্রথম থেকেই নাগরিক। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে তিনি প্রশ্ন তোলেন। লোকসভা নির্বাচনের আগে নতুন করে এনআরসি ও সিএএ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার উপাধ্যক্ষ ড. আশিস ব্যানার্জি, জেলার দুই সাংসদ শতাব্দী রায়, অসিত মাল সহ বিধায়ক ও নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *