শম্ভুনাথ সেনঃ
নদীয়ার মায়াপুর ইসকন অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ পরিচালিত গৌর-নিতাই এর প্রতিকৃতি নিয়ে রথযাত্রা ১৮ ফেব্রুয়ারী বীরভূমের মুরারইতে এসে পৌঁছায়। গরুর গাড়িতে সাজানো গৌর নিতাই ও ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের প্রতিকৃতি নিয়ে এই রথযাত্রা গোটা মুরারই বাজার পরিক্রমা করে। ইসকন অনুরাগী ভক্ত-শিষ্যরা এই পরিক্রমায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে গরুর গাড়িতে সাজানো এই রথ পরিক্রমা শুরু হয়েছে বলে ইসকনের পক্ষ থেকে জানানো হয়। সারা ভারতবর্ষ জুড়ে এই পরিক্রমা চলছে। এদিনের এই রথযাত্রা উত্তরপ্রদেশ, ঝাড়খন্ড হয়ে মুর্শিদাবাদ ছুঁয়ে বীরভূমে প্রবেশ করে। স্থানীয় ভক্ত গোপাল রায়, সৌমেন দত্ত প্রভুর তত্ত্বাবধানে বীরভূমের মুরারইতে ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় এসে পৌঁছায়। ১৯ ফেব্রুয়ারী এই রথযাত্রা চাতরা এলাকায় পৌঁছে যাবে। ঐ এলাকা পরিক্রমার পর আগামী ২১ তারিখে ঢুকবে নিত্যানন্দ প্রভুর জন্মভূমি বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি বীরচন্দ্রপুরের একচক্রাধামে। ২২ ফেব্রুয়ারি নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথিতে উদযাপিত হবে নিত্যানন্দ ত্রয়োদশী। এই আবির্ভাব উৎসবে হাজার হাজার ভক্তের সমাগম হবে বলে ইসকনের এক ভক্ত শান্তরূপ গদাই দাস জানিয়েছেন।
ছবি ও ভিডিও: দিপু মিঞা,মুরারই, বীরভূম