শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারই কবি নজরুল কলেজে আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়। ড. সৌভিক কুণ্ডু, ড.মথুর গুপ্ত ও ড.রাকিবুল হাসান বাংলা বিভাগের অধ্যাপকদের আয়োজনে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের ছাত্র-ছাত্রী অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ ড. মুকেশ সিং। অতিথি বরণ, নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের পর বাংলা ও নেপালি ভাষায় সঙ্গীত পরিবেশন করেন কলেজের অধ্যাপিকা অমৃতা সেনগুপ্ত ও অধ্যাপিকা সুস্মিতা লামা। স্বাগত ভাষণ দেন অধ্যক্ষ ড. মুকেশ সিং। এদিনের অনুষ্ঠানে ছন্দে-কথায়-মাতৃভাষায় সব পেয়েছির অহঙ্কার বিষয়ে বক্তব্য রাখেন বর্ধমান উইমেন্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রজত বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের অধ্যাপক শ্রী অনির্বাণজ্যোতি সিংহ। কলেজের ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ ও শিক্ষাকর্মীদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটি অন্য মাত্রা নিয়ে আসে। অনুষ্ঠান শেষে তৌকির আহমেদ পরিচালিত বাংলাদেশের একটি চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’ প্রদর্শিত হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম