বিপিন পালঃ
বীরভূম জেলার কাঁকড়তলা থানার নবসন জামালপুর গ্রামে শেষ হলো চব্বিশপ্রহর ব্যাপী অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন ও শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন গান ও হরিবাসর। কাঁকড়তলা থানা এলাকায় যে সমস্ত গ্রামে চব্বিশপ্রহর ব্যাপী লীলাকীর্তন গানের আসর বসে তাদের অন্যতম ঐতিহ্যবাহী নবসন জামালপুর গ্রামের হরিবাসর। প্রত্যেক বছর বিখ্যাত লীলাকীর্তন গায়ক গায়িকারা নবশন জামালপুর গ্রামের হরিবাসরে লীলাকীর্তন গান পরিবেশন করেন। প্রত্যেকদিন বাল্যভোগ, ভোগারতি, সন্ধ্যারতি, সন্ধ্যায় গৌড়মন্ডলী গান, ভক্তসেবা সহ নানান কর্মসূচীর আয়োজন করা হয়। নবশন গ্রামের হরিবাসরে পাশাপাশি গ্রাম ছাড়াও দূরদূরান্ত গ্রামের ভক্তরা লীলাকীর্তন গান শ্রবন করার জন্য হরিবাসরে উপস্থিত হন। চব্বিশপ্রহরের এই ধর্মীয় অনুষ্ঠানে বহু গুনীজন বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ করা যায়। উল্লেখ থাকে গতকাল কুঞ্জবিলাস গানের শেষে ৪৫০০ ভক্তদের মধ্যে সুমিষ্ট প্রসাদ সেবার ব্যবস্থা করা হয়।