তীর্থকুমার পৈতণ্ডীঃ
পুলিশ-জনতা জনসংযোগের নতুন সংযোজন “আপনার থানা আপনার পাড়ায়”। এই কর্মসূচীকে সামনে রেখে ৭ মে মহঃবাজার থানার উদ্যোগে চরিচা গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথপুরে এক গ্রাম্যসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এস.আই. পদমর্যাদার দুই আধিকারিক স্বপন নাগ এবং চরিচা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বপ্রাপ্ত ডলি মণ্ডল, দুই সিভিক পুলিশ চন্দন সাহা এবং রমাপ্রসন্ন সিংহ, গ্রামীন পুলিশ শ্রীকান্ত ঘোষ ও চরিচা অঞ্চল ডি.আই.জি সিভিক আস্তিক সাহা। উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে ডলি মণ্ডল বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না কেউ। প্রয়োজনে থানার সঙ্গে কথা বলুন। এলাকায় বাল্যবিবাহ, নাবালকের বাইক, টোটো, গাড়ি চালানো কিম্বা সন্দেহ জনক লোক গ্রামে ঢুকলে পুলিশকে খবর দিন। অবৈধ মদ তৈরী বা বিক্রি হলে কাউকে মারধর না করে থানায় জানান। গ্রাম্য বিবাদ গ্রামেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। তিনি আরও বলেন, সম্পত্তি কেনার আগে প্রয়োজনীয় কাগজ পত্র পরীক্ষা করুন। অচেনা কাউকে বাড়ি ভাড়া দিতে হলে তার পরিচয় পত্র দেখে পুলিশকে জানাতে ভুলবেন না। যে কোনো সমস্যায় হোয়াটস অ্যাপের মাধ্যমে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। থানাসূত্রে খবর, প্রতিটি গ্রামেই এভাবে গ্রাম্য সভার মাধ্যমে জনসংযোগ বাড়ানো হবে। উল্লেখ্য, প্রত্যেক গ্রামের পাঁচ জন অরাজনৈতিক বিশিষ্ট মানুষের নাম ঠিকানা এবং ফোন নম্বর থানায় লিপিবদ্ধ করার কাজ শুরু হয়েছে যাতে গ্রামের সঠিক তথ্য তাদের কাছ থেকে পাওয়া যায়। তাছাড়া নিজের গ্রামের অন্তত ৫০ জনের ফোন নম্বর প্রত্যেক সিভিকের কাছে থাকা বাঞ্ছনীয় বলেও নির্দেশ জারি করা হয়েছে।