সেখ রিয়াজুদ্দিনঃ
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জেলার বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি সহ নানান সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটি পালিত হয়। সেইরূপ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে সিউড়ি সুরেন ব্যানার্জী স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সচেতনতা শিবির আয়োজিত হয়। আলোচ্য বিষয় হিসেবে বাংলা ভাষা ও ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা হয়। সেই সাথে বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম, শিশু পাচার, সাইবার ক্রাইম সংক্রান্ত ও বিনামূল্যে আইনি পরিষেবার উপর আলোকপাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সচিব সুপর্না রায়, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক, স্থানীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ইন্দ্রানী ঘোষ, শিক্ষক সিদ্ধার্থ কাহার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ।