সাঁইথিয়া অভেদানন্দ কলেজে ভাষা দিবস উদযাপন

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

২১ ফেব্রুয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সাঁইথিয়া অভেদানন্দ মহাবিদ্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হল দিনটি। কলেজের সেমিনার হলে এই উপলক্ষে আয়োজিত আলোচনাচক্রের আগে শুভ সূচনা হল কলেজে একটি সংগ্রহশালার। পরে মূল অনুষ্ঠানে কলেজের পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা আনুষ্ঠানিকভাবে কলেজের অধ্যক্ষের হাতে তুলে দিলেন নিজস্ব সংগ্রহের একটি পুঁথির অংশ। সেমিনার কক্ষে উপস্থিত অতিথিদের হাত ছুঁয়ে প্রজ্বলিত হল প্রদীপ। অতিথি তথা আলোচনাচক্রের আলোচক হিসাবে এই পর্বে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড : অপর্ণা রায়, সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যাপক ড: পার্থশঙখ মজুমদার, শিক্ষিকা ড: নিবেদিতা লাহিড়ি, সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও নাট্যব্যক্তিত্ব বিজয়কুমার দাস।

কলেজের অধ্যক্ষ ড: গৌতম সেন আলোচনার সূত্রপাত ঘটিয়ে বাংলাভাষা ও বর্তমান প্রজন্ম নিয়ে মূল্যবান তথ্য তুলে ধরলেন। এরপর আলোচনাচক্রের প্রধান বক্তা ড: অপর্ণা রায় তাঁর বক্তব্যে তুলে ধরেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। অধ্যাপক পার্থশঙখ মজুমদার বাংলাভাষা চর্চা নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। ড: নিবেদিতা লাহিড়ি তাঁর বক্তব্যকে অন্যরকম মাত্রা দিয়েছিলেন কথা ও গানের মাধ্যমে। সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে বলেন, বাংলাভাষাকে অন্তরের সঙ্গে মিশিয়ে নিতে পারলে তবেই ভাষা দিবসের সার্থকতা। নাট্যব্যক্তিত্ব বিজয়কুমার দাস তাঁর আলোচনাকে উজ্জীবিত করলেন ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত নাটক ও ভাষা আন্দোলন নিয়ে দুই বাংলার থিয়েটারচর্চা প্রসঙ্গে। পরিচালন সমিতির সভাপতি দেবাশিস সাহা তাঁর ভাষণে বিভিন্ন সময়ে ভাষা নিয়ে আন্দোলনের তথ্য তুলে ধরলেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড: সাগ্নিক দাশগুপ্ত। কলেজের ছাত্র সংসদের আপ্যায়নে আন্তরিকতায় অনুষ্ঠানটি বিশেষ মাত্রা লাভ করে। এদিন উপস্থিত অতিথিদের হাত ছুঁয়ে কলেজ প্রাঙ্গণে একটি সুদৃশ্য তোরণের দ্বারোদঘাটন হল। গানে অংশ নিয়েছিলেন কলেজের শিক্ষক শিক্ষাকর্মীরা। বর্তমান ছাত্রছাত্রীদের পক্ষে ভাষা আন্দোলন নিয়ে বক্তব্য রাখে পারিজাত রায়। কলেজের পক্ষে জানানো হয়েছে, স্বামী সত্যানন্দদেব প্রতিষ্ঠিত এই শিক্ষাঙ্গণ ৬০ বছরে পদার্পণ করছে। আগামীতে ৬০ বছর পদার্পণকে সামনে রেখে বছরব্যাপী নানা অনুষ্ঠানের কথা ভাবা হচ্ছে। এদিন অতিথিদের হাতে উপহারের সঙ্গে তুলে দেওয়া হয় কলেজের সদ্য প্রকাশিত পত্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *