বিজেপির ডেপুটেশন থেকে বিডিও এবং জয়েন্ট বিডিওকে হুঁশিয়ারি খয়রাসোলে

সেখ রিয়াজুদ্দিনঃ

ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে এগারো দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় শুক্রবার খয়রাসোল বিডিওর সন্নিকটে। এদিন খয়রাশোলে অবস্থিত বিধায়ক কার্যালয় থেকে দলীয় পতাকা ব্যানার সহ মিছিল সহযোগে খয়রাসোল ব্লক চত্বরে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন খয়রাসোল সমষ্টি উন্নয়ন দপ্তর লেখা থাকলেও সেটা মূলত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়েছে। এখানে বিধায়ক এলে তাকে বসার জন্য একটা চেয়ার পর্যন্ত দেওয়া হয় না। বিডিও এবং জয়েন্ট বিডিও কে হুঁশিয়ারি দিয়ে বলেন মানুষের স্বার্থে কাজ করুন, নিরপেক্ষ কাজ করুন। জনগণ জাগছে, আপনারাও তৈরি থাকুন, আন্দোলন শুরু হয়েছে সন্দেশখালি থেকে। অত্যাচারের কথা এতদিন ধামাচাপা দিয়ে রেখেছিলেন। সেখানে শাহজাহানকে খুঁজে পাচ্ছেনা, এতদিন হয়ে গেল। খয়রাসোল এলাকায় পানীয় জলের সমস্যা আজও মেটেনি। কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন এর কাজ আটকে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার বলে বিধায়কের অভিযোগ। এছাড়াও বিজেপির ডেপুটেশন প্রদান ঘিরে বিক্ষোভ মিছিল কে আটকানোর জন্য স্থানীয় থানার পুলিশ যে ব্যারিকেড তৈরি করেন সে ব্যাপারেও পুলিশের কড়া সমালোচনা করেন। আজকের ১১ দফা দাবি সমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল খয়রাশোল ব্লকের জব কার্ডের ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি অবিলম্বে বন্ধ করা।সাধারণ মানুষকে জবকার্ড প্রদানের ক্ষেত্রে সমস্ত রকম স্বজন পোষণ বন্ধ করা। খয়রাশোল পঞ্চায়েত সমিতি এবং অধীনস্থ সমস্ত গ্রাম পঞ্চায়েতের সকল প্রকার নির্মাণকার্য সিডিউল অনুযায়ী সম্পাদন করতে হবে। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের সমস্ত প্রকার কাজের ক্ষেত্রে বিরোধী দলের মেম্বারদেরকে এবং বিরোধী দলনেতাকে গুরুত্ব প্রদান করতে হবে। খয়রাসোল ব্লকের এলাকাধিন যে দুটি কয়লা খনি চলছে সেই দুই কয়লা খনিতে স্থানীয় ব্লকের বেকার যুবক-যুবতীদের কাজে নিয়োগ করতে হবে। খয়রাসোল এলাকায় সমস্ত বালিঘাটে জেসিবি মেশিন দিয়ে লোডিং করার পরিবর্তে স্থানীয় বেকারদের লেবারের কাজ দিয়ে লোডিং চালু করতে হবে। খয়রাশোল ব্লক এলাকায় সমস্ত প্রকার চোরা চালান এবং অবৈধ কয়লা কারবার বন্ধ করতে হবে। এদিন ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির জেলা সম্পাদক টুটুন নন্দী, খয়রাসোল বিজেপির মন্ডল সভাপতি কৃষ্ণ গড়াই ও রথীলাল সিংহ, সুধন বাউরি প্রমুখ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *