ড্রোণের সাহায্যে কীটনাশক স্প্রে পদ্ধতি দেখানো হলো চাষীদের

দীপককুমার দাসঃ

যত দিন যাচ্ছে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এবার কৃষি দফতরের পক্ষ থেকে হাতেকলমে দেখানো হচ্ছে এগ্রিকালচার ড্রোণ ব্যবহার করে কিভাবে ফসলে ছত্রাকনাশক স্প্রে করা হয়। আর এই প্রযুক্তি ব্যবহারের ফলে চাষীরা কম খরচে অল্প সময়ে ফসলে ছত্রাকনাশক বা কীটনাশক প্রয়োগ করতে পারবেন। গতকাল সিউড়ি ১নং ব্লকের আলুন্দা পঞ্চায়েতের শক্তিপুরে আলুচাষের জমিতে ড্রোণের সাহায্যে ছত্রাকনাশক স্প্রে করে দেখানো হয়। মাত্র ১০মিনিটে এক একর জমিতে ড্রোণের সাহায্যে ছত্রাকনাশক স্প্রে করা যাবে।এই পদ্ধতিতে ছত্রাকনাশক বা কীটনাশক এর পরিমাণ ও কম লাগে। এই পদ্ধতিতে চাষীরা ছত্রাকনাশক বা কীটনাশক এর ক্ষতিকারক প্রভাব থেকে মুক্তি পাবেন। আজ শুক্রবার মহঃ বাজার ব্লকের সহ কৃষি অধিকর্তা অধিকরণ এর উদ্যোগে মহঃ বাজার ব্লকের পুরাতন গ্রামের জয়রামপুরে চাষীদের এই নতুন প্রযুক্তির ব্যবহার দেখানো হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) শিবনাথ ঘোষ, সহ কৃষি অধিকর্তা (খাদ্যসুরক্ষা) জয়ন্ত প্রসাদ চন্দ্র, সহ কৃষি অধিকর্তা (বিষয় বস্তু) গোপন চুনারী, মহঃ বাজার ব্লকের সহ কৃষি অধিকর্তা তনুষা বেড়া প্রমুখ। আর এই নতুন প্রযুক্তির মাধ্যমে ফসলে ছত্রাকনাশক স্প্রে করা দেখে খুশি সৌমেন ঘোষ, সবুজ মন্ডল, সদানন্দ মন্ডল সহ অন্যান্য চাষীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *