বীরভূমের দুবরাজপুরে “ওয়েস্ট বেঙ্গল small savings agents association” এর বীরভূম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল

শম্ভুনাথ সেনঃ

ডাক বিভাগের যারা কমিশন এজেন্ট সেই সব সদস্যের নিয়ে বীরভূম জেলা স্তরীয় প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল আজ ২৪ ফেব্রুয়ারী। বীরভূমের দুবরাজপুর মাদৃক সংঘ সাংস্কৃতিক মঞ্চে “ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্ট অ্যাসোসিয়েশনের” রাজ্যস্তরের সাংগঠনিক কর্ম কর্মকর্তাদের উপস্থিতিতে বীরভূমে তাদের এই প্রথম সম্মেলন। বীরভূমের দুবরাজপুর পোস্টাল এজেন্ট শ্যামল মণ্ডলের সভাপতিত্বে এই সম্মেলন শুরু হয়।পোস্ট অফিসে কাজ করতে গিয়ে এজেন্টেদের নানা সুবিধা-অসুবিধা, কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের নানা নিয়ম-কানুন এমন নানা কথা এই সম্মেলনে তুলে ধরা হয়। সেই সঙ্গে আগামী দিনের পথ চলার পরিকল্পনা নিয়ে রাজ্যস্তরের সাংগঠনিক বিভিন্ন সদস্যরা এদিন বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সেক্রেটারি নির্মল দাস,রাজ্য সভাপতি সুব্রত ভর, বাঁকুড়া জেলা সেক্রেটারি পার্থসারথি আচার্য সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা। এদিন বীরভূমের খয়রাশোল দুবরাজপুর এবং রাজনগরের শতাধিক পোস্টাল এজেন্টরা এই সম্মেলনে অংশগ্রহণ করে। পরে এই তিন ব্লকের এজেন্টদের সর্বসম্মতিক্রমে শ্যামল মণ্ডল সেক্রেটারি ও শ্যামলী দাস সভাপতি নির্বাচিত করে একটি সাংগঠনিক কমিটি গঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *