
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণগ্রামের এক মহিলার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই রহস্যমৃত্যু।এই ঘটনায় গ্রামেরই সুকুমার দাই নামে এক বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে মল্লারপুর বাহিনা মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূলের নেতাকর্মীরা। দক্ষিণগ্রামেও পথ অবরোধ হয়।

স্থানীয় সূত্রে খবর এই মহিলার নাম কল্যাণী ধীবর (৩০)। মল্লারপুর থানার দক্ষিণগ্রামের বাসিন্দা। গতকাল থেকেই সে নিখোঁজ ছিল। আজ সকালে দক্ষিণগ্রাম থেকে ৭ কিঃমিঃ দূরে খরাসিনপুর গ্রামের মাঠ থেকে এই মৃতদেহ পাওয়া গেছে বলে মৃতার ভাই নেন্টু ধীবর জানিয়েছে। তাঁর স্বামী গৌতম ধীবর মানসিকভাবে ভারসাম্যহীন। গতকাল রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে যান কল্যাণী। আজ ২৫ ফেব্রুয়ারী রবিবার সকালে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি এই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃত মহিলার গলায় রয়েছে কালশিটে দাগ। পরনের কাপড় ছিল অর্ধনগ্ন অবস্থায়। এই ঘটনায় দক্ষিণগ্রাম এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে।